মোঃ মোমিনুল ইসলাম
সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৯ পিএম
ছবি - সংগৃহীত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটি ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার সকালে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের প্রায় ৪ হাজার নারী-পুরুষ অংশ নেন। কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় নানা সমস্যা নিয়ে জীবন যাপন করছি।
গ্রামের কম্পনের ভয়ে বসতবাড়িতে রাত্রিযাপন কঠিন হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে।" তিনি পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও জমি এককালীন অধিগ্রহণ করার দাবি জানান।
তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অতিরিক্ত কম্পনের কারণে ভূমি দেবে যাওয়া, ফাটল ধরা বাড়িঘরের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, খনি এলাকার বাইপাস রাস্তা মেরামত, ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী চাকরি, অধিগ্রহণকৃত মসজিদগুলোর ক্ষতিপূরণ, সুপেয় পানির ব্যবস্থা এবং ফাটল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেওয়া।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোঃ সাগির ইসলাম, আকাশ মাহমুদ হিটলার, ইউপি সদস্য আব্দুল কাদের, মোঃ আবু তাহের এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফারাজী মোবাইল ফোনে জানান, "আমাদের সার্ভে কমিটি এলাকায় কাজ করছে। যদি পাতিগ্রাম ও পাঁচঘরিয়া দুটি গ্রাম দেবে যায়, অবশ্যই আমরা সার্ভে করে ক্ষতিপূরণ দেব।"
সংগঠনের সভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।