মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ছাত্রদলের হল কমিটি স্থগিতের আল্টিমেটাম উমামার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৮:২৭ পিএম

ছাত্রদলের হল কমিটি স্থগিতের আল্টিমেটাম উমামার

ছবি- সংগৃহীত

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর ফলে ক্যাম্পাসে এক ধরনের শান্ত ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল। কিন্তু সম্প্রতি ঢাবি হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এই ঘটনাকে 'জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি' বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। তিনি এই কমিটি স্থগিত করার জন্য আল্টিমেটাম দিয়েছেন এবং তা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাস আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘোষণাকে 'জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি' বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

উমামা ফাতেমা তার পোস্টে বলেন, "২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে।" তিনি আরও বলেন, "গত বছর ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। এখন এই কমিটি ঘোষণা সেই সাহসের সঙ্গে বিশ্বাসঘাতকতা।"

এই প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।"

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ১৮টি হলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এই কমিটিগুলোতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন। এই কমিটি ঘোষণার পরই উমামা ফাতেমার মতো অনেক শিক্ষার্থী এর সমালোচনা করছেন।