রকিবুল হাসান মুন্না
আগস্ট ৪, ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি- রকিবুল হাসান মুন্না | দিনাজপুর টিভি
তরুণদের মানবিক গুণাবলি, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার বিকাশে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রথম আলো বন্ধুসভার নতুন ইউনিট। শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে এই ইউনিটের আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামীম আরা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, যিনি তার বক্তব্যে বলেন, "একসময় আমিও বন্ধুসভার সঙ্গে যুক্ত ছিলাম। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা সময়, মেধা ও মনন দিয়ে সমাজকে আলোকিত করে।"
বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, "বন্ধুসভার বন্ধুরা নিজেদের গুরুত্ব কমিয়ে অন্যদের জন্য কাজ করে। বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জরুরি হলো নেটওয়ার্কিং। বন্ধুসভা এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলছে, যা শিক্ষার্থীদের দক্ষ, সচেতন ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।"
নতুন গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহারিয়া আহমেদ নয়ন এবং সদস্যসচিব হিসেবে আছেন আলী আজগর ইশতিয়াক। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মারজিয়া আক্তার অনন্যা ও মোহাম্মদ জুবায়ের তূর্য। এছাড়াও কমিটিতে রয়েছেন আরও ১১ জন সদস্য। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুর রহমান এবং ইন্দর কুমার জিদুয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
আহ্বায়ক শাহারিয়া আহমেদ নয়ন বলেন, "আজকের দিনটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং স্বপ্নের বীজ বপনের সূচনা। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে মানবিক, সচেতন ও নেতৃত্বগুণে বলীয়ান হয়ে উঠবে।" তিনি আরও জানান, পাঠচক্র, বৃক্ষরোপণ, রক্তদান নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও চলমান আছে।