মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

বাগছাস প্যানেল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসিব

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৫:৫১ পিএম

বাগছাস প্যানেল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসিব

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেলে ভাঙন দেখা দিয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম দলীয় প্যানেল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

হাসিবুল ইসলাম প্রথমে বাগছাসের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন। তবে দলের অভ্যন্তরে প্যানেল গঠন নিয়ে সৃষ্ট তীব্র অসন্তোষের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হাসিবুল ইসলাম তার নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন। তার ইশতেহারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে:

  • ডাকসু নির্বাচন: ২০২৬ সালের সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন সম্পন্ন করে এটিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

  • শিক্ষকদের বিচার: জুলাই গণ-অভ্যুত্থানে যেসব শিক্ষক গণহত্যার বৈধতা দিয়েছিলেন, তাদের বিচারের মুখোমুখি করার কথা বলেছেন।

  • ছাত্রলীগের শাস্তি: হামলাকারী ছাত্রলীগের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করে তাদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে আর কখনো রাজনীতিতে ফিরে আসতে দেবেন না এবং সেজন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা ও আন্দোলন অব্যাহত রাখবেন।