সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বেরোবিতে যুক্ত হচ্ছে আরও ৭টি নতুন বাস, কমবে পরিবহন সংকট

রকিবুল হাসান মুন্না

আগস্ট ৬, ২০২৫, ০৮:২০ পিএম

বেরোবিতে যুক্ত হচ্ছে আরও ৭টি নতুন বাস, কমবে পরিবহন সংকট

ছবি- রকিবুল হাসান মুন্না | দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াত সংকট নিরসনের জন্য পরিবহন পুলে আরও ৭টি নতুন বাস যুক্ত হচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য এসব বাস ভাড়ার অনুমোদন দিয়েছে।

নতুন অনুমোদন অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য ৫টি, শিক্ষকদের জন্য একটি কোস্টার এবং কর্মচারীদের জন্য একটি বাস ভাড়া নেওয়া হবে। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (৬ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই বাস ভাড়ার চুক্তি সম্পাদন করে সেগুলো পরিবহন সেবায় যুক্ত করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, "শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস না থাকায় তাদের যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই সমস্যার সমাধানে বর্তমান প্রশাসন শুরু থেকেই উদ্যোগী ছিল। এরই ধারাবাহিকতায় ইউজিসি আপাতত বাস ভাড়ার অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি, দ্রুতই বাস কেনার জন্যও অর্থ বরাদ্দ পাওয়া যাবে।"

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি রূপালী ব্যাংক রংপুর জোন থেকে বিশ্ববিদ্যালয়কে বাস কেনার জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল।