মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে: বেরোবি পরিদর্শনে সাদিক কায়েম

রকিবুল হাসান মুন্না

আগস্ট ২, ২০২৫, ০৯:২৫ পিএম

আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে: বেরোবি পরিদর্শনে সাদিক কায়েম

ছবি- রকিবুল হাসান মুন্না | দিনাজপুর টিভি

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম সংগঠক সাদিক কায়েম। আজ শনিবার (০২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে পৌঁছান এবং শহীদ আবু সাঈদ গেটসহ আশপাশের স্মৃতিচিহ্নগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আবু সাঈদের রক্ত লেগে আছে। খুনি হাসিনার পেটুয়া বাহিনী ক্যাম্পাসের ভেতরে দু'হাত প্রসারিত অবস্থায় তাকে গুলি করে হত্যা করে। এই স্মৃতিগুলো আজও আমাদের অন্তরে জ্বলন্ত চিহ্ন হয়ে আছে।"

তিনি আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময়ে হতাশাগ্রস্ত পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল আমাদের সাহস ও আশার প্রতীক। আবু সাঈদের রক্তের বিনিময়েই আমরা আজাদী পেয়েছি।"

আবেগঘন কণ্ঠে সাদিক কায়েম অভিযোগ করেন, "আবু সাঈদের রক্তের প্রতিশ্রুতি ছিল একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ সেই রক্তকে ভুলে গিয়ে গাদ্দারি করছে। কেউ কেউ শহীদ আবু সাঈদকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করতে চাইছে। তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি কেউ নব্য ফ্যাসিবাদের পথে হাঁটে, যদি কেউ জুলাইকে বিলুপ্ত করতে চায় তাহলে আমরা প্রতিটি শিক্ষার্থী একেকজন আবু সাঈদ হয়ে উঠব।"

এ সময় স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।