বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনে এক হলের ভোটগ্রহণ বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৩৯ পিএম

জাকসু নির্বাচনে এক হলের ভোটগ্রহণ বন্ধ

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। ভোট বন্ধের সময় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একযোগে ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ফজিলাতুন্নেছা হলের ভোটার সংখ্যা ৭৯৮ জন। নির্বাচনে মোট ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলসহ মোট আটটি প্যানেল এতে অংশ নিয়েছে।

ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে প্রায় ১ হাজার ৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।