সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের নতুন প্রস্তাবে বেতন কত হবে?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১০:৫২ পিএম

প্রাথমিক শিক্ষকদের নতুন প্রস্তাবে বেতন কত হবে?

ছবি- সংগৃহীত

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও গ্রেড নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানো হলেও সহকারী শিক্ষকদের গ্রেড বাড়ানো হয়নি, ফলে তাদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য দূর করতে সরকার শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন বেতন কাঠামো নিয়ে একটি প্রস্তাব দিয়েছে, যা নিয়ে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার কথা বলা হয়েছে। এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে বিরাজমান বৈষম্য দূর হবে বলে আশা করা যায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, নতুন প্রস্তাব কার্যকর হলে বিভিন্ন পদের বেতন গ্রেড ও স্কেল নিম্নরূপ হবে:

  • সহকারী শিক্ষক: বর্তমান ১৩তম গ্রেডের (১১ হাজার টাকা) পরিবর্তে ১১তম গ্রেড (১২ হাজার ৫০০ টাকা) হবে।

  • সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা: বর্তমান ১০ম গ্রেডের (১৬ হাজার টাকা) পরিবর্তে নবম গ্রেড (২২ হাজার টাকা) হবে।

  • উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা: বর্তমান নবম গ্রেডের (২২ হাজার টাকা) পরিবর্তে অষ্টম গ্রেড (২৩ হাজার টাকা) হবে।

  • জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা: বর্তমান সপ্তম গ্রেডের (২৯ হাজার টাকা) পরিবর্তে ষষ্ঠ গ্রেড (৩৫ হাজার ৫০০ টাকা) হবে।

  • বিভাগীয় উপপরিচালক: বর্তমান পঞ্চম গ্রেডের (৪৩ হাজার টাকা) পরিবর্তে চতুর্থ গ্রেড (৫০ হাজার টাকা) হবে।

এই নতুন প্রস্তাবে সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে শুধু 'শিক্ষক' করার কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগটি দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।