মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

যে গল্পে প্রেম আছে, আছে পরিণতিও

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৫০ পিএম

যে গল্পে প্রেম আছে, আছে পরিণতিও

ছবি - সংগৃহীত

তরুণ নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করেছেন নতুন ফিকশন 'অন্ধ বালক', যেখানে ভালোবাসার গল্পের পাশাপাশি রয়েছে এক ভিন্ন ধরনের পরিণতি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান।

গল্পের প্রেক্ষাপট: 'অন্ধ বালক' ফিকশনে দেখা যাবে, ভালোবাসা সত্ত্বেও অর্ক (তৌসিফ) এবং দিনার (সাদিয়া) সম্পর্কে ফাটল ধরে। এই ফাটলের কারণ হিসেবে উঠে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। তরুণীর বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করে তোলে।

 ভিকি জাহেদ বলেন, "এই গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে চরিত্রদের অন্যরকম পথে হাঁটতে হয়।" তিনি জানান, গল্পে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে এবং দর্শক একটি ভিন্ন স্বাদের গল্প দেখতে পাবেন।

অভিনেতাদের প্রতিক্রিয়া: তৌসিফ মাহবুব, যিনি ভিকি জাহেদের পরিচালনায় এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় কাজ করেছেন, 'অন্ধ বালক' নিয়ে আশাবাদী। তিনি বলেন, "গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।"