সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৫২ পিএম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন। গতকাল, ১৮ সেপ্টেম্বর রাতে তিনি বাংলাদেশে পৌঁছান। আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি ঢাকায় তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একটি ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছিলেন, তিনি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছেন এবং ভক্তদের জন্য একটি ছোট সারপ্রাইজ নিয়ে আসছেন।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ এবং ‘কাভি মে কাভি তুম’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।
সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। প্রতিটি ধারাবাহিকের পর্বের জন্য তিনি প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক নেন, যা বর্তমানে চার লাখ রুপিতে উন্নীত হয়েছে। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।