শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পোশাক কেনাকাটায় লোভনীয় ছাড়: সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ১২:০৭ পিএম

পোশাক কেনাকাটায় লোভনীয় ছাড়: সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস

ঈদ বা অন্যান্য উৎসবকে কেন্দ্র করে পোশাক ব্র্যান্ডগুলো গ্রাহকদের জন্য নানা ধরনের অফার ঘোষণা করে থাকে। এই ধারা বজায় রেখে, বর্তমানে বাংলাদেশের একাধিক শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড তাদের নির্বাচিত পণ্যগুলোতে ৫০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত লোভনীয় ছাড় দিচ্ছে। এই আকর্ষণীয় অফারগুলো ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

লা রিভ:

লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল ফেস্টিভ্যাল ২০২৫’! পরিবারের সব বয়সীদের জন্য পোশাকে (নিউ অ্যারাইভাল ব্যতীত) ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এই ছাড়ে পাবেন ছেলে-মেয়ে উভয়েরই জন্য ফ্যাশনেবল গরমের পোশাক। পাশাপাশি হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গেও বিশেষ ছাড় থাকছে।

ক্লাব হাউস:

নির্দিষ্ট পোশাকে ৩০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ক্লাব হাউস। পুরো জুলাই মাস পর্যন্ত এই ছাড় চলবে।

এছাড়াও, অনেক ব্র্যান্ডই বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে ঈদ বা অন্যান্য উৎসবকে সামনে রেখে, ৫০ শতাংশ বা তারও বেশি ছাড় দিয়ে থাকে। এসব অফার সাধারণত যমুনা ফিউচার পার্ক, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব আউটলেটে পাওয়া যায়। অনলাইন প্ল্যাটফর্মগুলোও এই ছাড়গুলোতে অংশগ্রহণ করে থাকে।