জুলাই ২৬, ২০২৫, ০৩:৩৫ পিএম
জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে, যখন তাদের বিয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তখন তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং পরিচালক আদনান আল রাজীবের দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক বিয়ের মাধ্যমে পূর্ণতা পাওয়ায় তাদের হানিমুন কোথায় হবে, তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল কৌতূহল। অবশেষে মেহজাবীন নিজেই সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন।
দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে এনে চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পাঁচ মাস পূর্ণ হওয়ার পর এবার তারা একসঙ্গে হানিমুনে গেলেন। জনপ্রিয় এই জুটি তাদের হানিমুন কাটাতে গেছেন শিল্প ও সংস্কৃতির দেশ ইতালিতে।
মেহজাবীন বরাবরই ভ্রমণপ্রিয়। বিয়ের পর কাজের সূত্রে বা ব্যক্তিগত অবকাশে তিনি বহুবার দেশের বাইরে গেছেন। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিস, মিশর, এমনকি কানাডাতেও কাটিয়েছেন দীর্ঘ সময়। কিন্তু এবারের সফরটি একটু আলাদা, কারণ এবার তিনি নিজেই এটিকে হানিমুন হিসেবে ঘোষণা করলেন।
শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেইক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোর আবহে বোঝা যাচ্ছে, এই সফর কতটা প্রশান্তিময় ও রোম্যান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে আছেন একা মেহজাবীন, আবার কখনও বা রাজীবের কাঁধে মাথা রেখে ভালোবাসার মুহূর্তে ধরা দিয়েছেন।
ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, “সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।”
মেহজাবীনের এই পোস্টে ভক্তরা মুগ্ধ হয়ে ভালোবাসা ও শুভকামনায় ভরে দিয়েছেন কমেন্ট বক্স। একজন ভক্ত লিখেছেন, “সবচেয়ে প্রিয় জুটি।” আবার আরেক নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন, “আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?”
উল্লেখ্য, ছোট পর্দায় সফলতার পর মেহজাবীন এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন। 'প্রিয় মালতী' সহ বেশ কিছু সিনেমার জন্য তিনি বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
আপনার মতামত লিখুন: