DJI Osmo 360: নতুন প্রযুক্তির ৩৬০° ক্যামেরা বাজারে, যা পাল্টে দেবে অ্যাকশন ক্যামেরা’র ধারণা
ক্যামেরা প্রযুক্তিতে নতুনত্ব আনার ধারাবাহিকতায় ডিজেআই এবার ঘোষণা করল তাদের প্রথম ৩৬০° অ্যাকশন ক্যামেরা, DJI Osmo 360। এক-ইঞ্চি সেন্সর, নেটিভ ৮কে ভিডিও রেকর্ডিং এবং উন্নত স্টেবিলাইজেশন প্রযুক্তির কারণে এটি বাজারে থাকা অন্যান্য ৩৬০° ক্যামেরার তুলনায় বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ইনস্টা৩৬০ এক্স৫-এর সঙ্গে এর সরাসরি প্রতিযোগিতা হবে বলে