জুলাই ২৩, ২০২৫, ১১:৪৪ এএম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম মন্তব্য করেছেন যে, গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে শেখ নাঈম কাসেম বলেন, "গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যেভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন, বর্বরতা, গণহত্যা, অনাহার এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তা সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে।"
তিনি আরও বলেছেন, "গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে।"
হিজবুল্লাহ মহাসচিব আরব ও ইসলামী দেশগুলোকে 'শত্রুর (ইসরায়েল) দূতাবাস বন্ধ করে দেওয়া, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং মৌলিক মানবিক সহায়তা দিয়ে ফিলিস্তিন ও গাজাকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার' পরামর্শ দিয়েছেন।
নাঈম কাসেম দৃঢ় কণ্ঠে আরও বলেন, "নিপীড়করা সফল হবে না কারণ আল্লাহর ইচ্ছায় ইসরায়েলের বর্বরতা এবং একগুঁয়েমি তাদের ভয়াবহ পতনের ভিত্তি তৈরি করবে।"
আপনার মতামত লিখুন: