বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আসামে ৮ বাংলাদেশি আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৫, ১২:৫৭ পিএম

আসামে ৮ বাংলাদেশি আটক

ছবি- সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে ৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে মেঘালয় হয়ে আসামে প্রবেশের সময় ওই আটজনকে আটক করা হয়। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে অভিযোগ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন: বাবু শেখ, আশরাফুল হক, আলামিন আলী, মামুন শেখ, মোহাম্মদ আলী, রাহুল আমিন, মোশাররফ আলী ও আশারুল হক

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা সবাই বাংলাদেশের জামালপুর জেলার বাসিন্দা। তারা কাজের সন্ধানে ভারতের চেন্নাই যাচ্ছিলেন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

আটককৃতদের একজন জানান, "আমরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছি এবং নির্মাণ কাজের জন্য চেন্নাই যাচ্ছি। ভারতে এটি আমার প্রথমবার আসা, আমি আর কিছুই জানি না। আমরা এখানে কাজের জন্য এসেছি।"