সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী: আনাদোলু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ১২:৫১ পিএম

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী: আনাদোলু

ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। সেই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সরাসরি হুমকি দিয়েছেন। গতকাল রবিবার (২৭ জুলাই) ইসরায়েল কাৎজ এসব হুমকি দেন।

ইসরায়েলের একটি পত্রিকা গতকাল দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ইসরায়েল কাৎজ দক্ষিণাঞ্চলে রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি এই হুঁশিয়ারি দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই, আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে। এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে।"

যদিও ইসরায়েলের এমন হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার অন্যতম লক্ষ্যবস্তু বানানো হয়। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এসব হামলা-পাল্টা হামলা টানা ১২ দিন ধরে চলে।

এর মধ্যেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। এই ঘাঁটি কাতারে অবস্থিত।

পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়। গত ২৪ জুন থেকে উভয় দেশ যুদ্ধবিরতি কার্যকর করে।