মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের কণ্ঠে পুতিনের সুর, ইউক্রেন-মিত্ররা উদ্বিগ্ন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৯:২৮ এএম

ট্রাম্পের কণ্ঠে পুতিনের সুর, ইউক্রেন-মিত্ররা উদ্বিগ্ন

ছবি- সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে পশ্চিমা বিশ্বের সমন্বিত প্রচেষ্টার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার এসব মন্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, যা ইউক্রেন এবং তার মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের পর ট্রাম্পের অবস্থান পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (১৭ আগস্ট, ২০২৫) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প সরাসরি বলেন, “ন্যাটোতে যোগদানের স্বপ্ন ছাড়তে হবে ইউক্রেনকে। একইসঙ্গে ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ভুলে যেতে হবে।”

এই মন্তব্যগুলো রাশিয়ার দীর্ঘদিনের দাবির সঙ্গে হুবহু মিলে যায়। রাশিয়া বারবারই ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ ত্যাগ করতে এবং ২০১৪ সালে রুশ ফেডারেশনে যুক্ত হওয়া ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে বলেছে। ট্রাম্পের এই মন্তব্যকে ইউক্রেনের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত হিসেবে দেখছে পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা।

ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা মনে করছেন, ট্রাম্প এখন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপের নয়, বরং পুতিনের কণ্ঠেই কথা বলছেন। গত একদিনে ট্রাম্পের আরও কিছু মন্তব্য রাশিয়ার তথ্যের সঙ্গে মিলে গেছে। তিনি বলেছেন, “যদি জেলেনস্কি লড়াই বন্ধ করে দেন, তবে যুদ্ধ শেষ হয়ে যাবে।” এটি রাশিয়ার সেই প্রচারণার অংশ, যেখানে তারা ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েক দফা ফোনালাপ শেষে ইউক্রেন যুদ্ধ ৫০ থেকে ৬০ দিনের মধ্যে বন্ধ করার আল্টিমেটাম দিয়েছিলেন। পরে তা ১০-১২ দিনে নামিয়ে এনেছিলেন। কিন্তু এখন তার এই অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলছে।