আগস্ট ২৩, ২০২৫, ০৪:২৫ পিএম
ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এক মাদক চোরাচালানকারী কয়েদির অস্বাভাবিক ওজন (৩০০ কেজি) দেশটির সরকারের জন্য এক বিশাল আর্থিক বোঝা তৈরি করেছে। তার দেখাশোনা এবং বিশেষ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন গড়ে আড়াই লাখ টাকারও বেশি খরচ হচ্ছে, যা অন্য কয়েদিদের তুলনায় ১০ গুণ বেশি। এই বিপুল ব্যয় এখন অস্ট্রিয়ার সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২৯ বছর বয়সী এই কয়েদি প্রথমে ভিয়েনার একটি জেলে ছিলেন। কিন্তু তার অতিরিক্ত ওজনের কারণে জেলের সাধারণ খাট ভেঙে গেলে তাকে ১৫ কিলোমিটার দূরে কোরনিউবার্গ জেলে স্থানান্তর করা হয়। সেখানে তার জন্য একটি বিশেষ স্টিলের খাট তৈরি করতে হয়েছে। এছাড়া, তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টা একজন নার্স নিয়োগ করা হয়েছে।
অস্ট্রিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই কয়েদির পেছনে প্রতিদিন প্রায় ১,৮০০ ইউরো (যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৫৩ হাজার টাকার বেশি) খরচ হচ্ছে। দেশের করদাতাদের অর্থ একজন মাদক চোরাচালানকারীর পেছনে এত বিপুল পরিমাণে খরচ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।