মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

পাঁচ বছরে ভারত-মার্কিন সম্পর্ক তলানিতে, চীনকে কাছে টানছে মোদি!

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৭:৪৯ পিএম

পাঁচ বছরে ভারত-মার্কিন সম্পর্ক তলানিতে, চীনকে কাছে টানছে মোদি!

ছবি- সংগৃহীত

গত পাঁচ বছরে ভারতের পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর একই সময়ে লাদাখে সংঘাতের পর চীনের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। ভারত এখন চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।

সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ভারত ও চীন 'স্থিতিশীল উন্নয়নের পথে' রয়েছে এবং দুই দেশের একে অপরকে 'বিশ্বাস ও সমর্থন' করা উচিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চীনা প্রতিনিধি ওয়াং ই-এর বৈঠকে সীমান্ত সমস্যা, ভিসা, সরাসরি ফ্লাইট চালু এবং বাণিজ্য সহজীকরণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

মোদি নিজেই জানিয়েছেন, তিনি চীনের তিয়েনজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেবেন, যা গত সাত বছরের মধ্যে তার প্রথম চীন সফর হবে। এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারত-চীন সম্পর্ককে 'ড্রাগন-হাতির নৃত্য' হিসেবে আখ্যায়িত করেছিলেন।

এই পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি একটি বড় কারণ। ট্রাম্প প্রশাসন সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধানকে দুইবার হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছে। এর পাশাপাশি ট্রাম্পের শুল্ক আরোপের চাপ ভারতকে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে উৎসাহিত করছে। ভারত-চীন বাণিজ্য ঘাটতি গত অর্থবছরে ছিল ৯৯.২ বিলিয়ন ডলার, যা ভারতের জন্য চীনের বাজারকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

 ভারত এতদিন যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন 'কোয়াড' (ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র) এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা চীনের প্রভাব মোকাবিলায় গঠিত হয়েছিল। কিন্তু ট্রাম্পের বর্তমান নীতির কারণে এই জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত তার 'কৌশলগত স্বায়ত্তশাসন' নীতি ধরে রেখেছে এবং কোনো সামরিক জোটে যোগ না দেওয়ার কথা স্পষ্ট করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত-চীন সম্পর্ক ঘনিষ্ঠ হলে যুক্তরাষ্ট্রের চীনকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জটিল হবে।