রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে : ইতালির প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৩:০৬ পিএম

ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে : ইতালির প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া 'প্রতিকূল' ফল বয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আজ শনিবার (২৬ জুলাই) ইতালীয় সংবাদপত্র লা রেপুব্লিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মেলোনি বলেন, "আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষেই, কিন্তু এটি প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।"

তিনি আরও বলেন, "যদি এমন কিছু, যা এখনো বাস্তবে নেই, কেবল কাগজে-কলমে স্বীকৃতি পায়—তাহলে সমস্যাটিকে সমাধান হয়ে গেছে বলে মনে হতে পারে, যদিও বাস্তবে তা হয় না।"

এর আগে ফ্রান্স ঘোষণা দেয়, তারা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে তীব্র সংঘাত চলছে।

শুক্রবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া তখনই গ্রহণযোগ্য হবে, যখন সেই নতুন রাষ্ট্র ইসরায়েলকেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। একই দিন জার্মান সরকারের একজন মুখপাত্র জানান, স্বল্পমেয়াদে বার্লিনের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং তাদের মূল লক্ষ্য হলো বহু প্রতীক্ষিত দুই-রাষ্ট্র সমাধানের দিকে বাস্তব অগ্রগতি নিশ্চিত করা।

ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখন বিশ্বরাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইউরোপীয় দেশগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে।

সূত্র: রয়টার্স