বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০১:২২ পিএম

নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বীজ ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

অ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে জোরেশোরে কাজ করছে। শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক নয়, অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কাজ করছে এবং দেশের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।

মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত না, কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই লিখতে পারছে। সবজির দাম বৃদ্ধি নিয়ে তিনি বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হওয়ায় দাম বেড়েছে। তবে সরকার আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু কেনার ব্যবস্থা করবে।