বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

৭১‍‍`এর গণহত্যা: ‍‍সমস্যার সমাধান হয়েছে দুবার‍‍ বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০১:৫৭ পিএম

৭১‍‍`এর গণহত্যা: ‍‍সমস্যার সমাধান হয়েছে দুবার‍‍ বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যে, এই সমস্যার সমাধান ইতিমধ্যে দুবার হয়ে গেছে। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ইসহাক দার বলেন, "অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তরের ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক।" তিনি আরও বলেন, এর পর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টি সমাধান করেছেন। ফলে তার মতে, বিষয়টি দুইবার সমাধান হয়েছে।

তিনি আরও বলেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।"

ইসহাক দার শনিবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন। এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।