জুলাই ২৩, ২০২৫, ০১:২২ পিএম
পবিত্র কোরআনের সুরা আস-সাফে এমন এক মহান আমলের কথা বর্ণিত হয়েছে, যার বিনিময়ে আল্লাহ তায়ালা মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) থেকে বর্ণিত, সাহাবিরা যখন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল সম্পর্কে জানতে চেয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের পুরো সুরা আস-সাফফ পাঠ করে শুনিয়েছিলেন, যা সে সময়ই নাজিল হয়েছিল। (তিরমিজি, হাদিস: ৩৩০৯)
এই সুরার ১০ থেকে ১৩ নম্বর আয়াতে মুমিনদের জন্য সেই পরম প্রিয় ও লাভজনক আমল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
জান্নাত লাভের সেই মহৎ আমল
পবিত্র কোরআনে সুরা সফের ১০-১৩ আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:
"یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا ہَلۡ اَدُلُّکُمۡ عَلٰی تِجَارَۃٍ تُنۡجِیۡکُمۡ مِّنۡ عَذَابٍ اَلِیۡمٍ ١۰ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَتُجَاہِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ بِاَمۡوَالِکُمۡ وَاَنۡفُسِکُمۡ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ۙ ١١ یَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ وَیُدۡخِلۡکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ وَمَسٰکِنَ طَیِّبَۃً فِیۡ جَنّٰتِ عَدۡنٍ ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ۙ ١٢ وَاُخۡرٰی تُحِبُّوۡنَہَا ؕ نَصۡرٌ مِّنَ اللّٰہِ وَفَتۡحٌ قَرِیۡبٌ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ١٣"
(আয়াত ১০-১১) "হে ঈমানদারগণ! আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব, যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্ৰেয় যদি তোমরা জানতে!"
এই আয়াতগুলোতে আল্লাহ তায়ালা মুমিনদেরকে এক লাভজনক ব্যবসার সন্ধান দিচ্ছেন, যা পার্থিব জীবনের ব্যবসার চেয়েও অনেক বেশি মূল্যবান। এই ব্যবসার মূলধন হলো আল্লাহ ও তার রাসূলের ওপর দৃঢ় ঈমান এবং আল্লাহর পথে জান-মাল দিয়ে জিহাদ করা। এখানে 'জিহাদ' শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, অর্থ ব্যয়, জ্ঞান অর্জন ও বিতরণ, এবং আত্মিক পরিশুদ্ধিসহ যাবতীয় ইবাদত ও নেক আমলকে বোঝায়।
(আয়াত ১২-১৩) "তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও (প্রবেশ করবেন)। এটাই মহাসাফল্য। এবং আরো একটি (অর্জন) যা তোমরা খুব পছন্দ কর। (অর্থাৎ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও।"
এই আয়াতগুলোতে সেই মহৎ আমলের প্রতিদান বা ফল বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা এই আমলকারীদের জন্য তাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। এটি মুমিনদের জন্য এক বিশাল নিয়ামত, কারণ পাপের ক্ষমা আল্লাহর সন্তুষ্টি লাভের প্রথম ধাপ। এরপর তাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। এই জান্নাত হবে চিরস্থায়ী এবং উত্তম আবাসস্থল। এটিই হলো মহাসাফল্য, যা দুনিয়ার সকল সাফল্যের ঊর্ধ্বে।
এছাড়াও, মুমিনরা আরও একটি পুরস্কার লাভ করবে যা তারা খুব পছন্দ করে – তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। এটি পার্থিব জীবনের সফলতা এবং সত্যের প্রতিষ্ঠাকে নির্দেশ করে।
আপনার মতামত লিখুন: