রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ফুলছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মোস্তাফিজুর রহমান

আগস্ট ১৬, ২০২৫, ০৫:৪১ পিএম

ফুলছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ছবি- মোস্তাফিজুর রহমান | দিনাজপুর টিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকালে কালিরবাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে। এ সময় ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী রঙিন পোশাকে সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় যোগ দেন।

কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মণের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উদাখালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, ফুলছড়ি থানার এসআই রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শহীদ, গণফোরাম সভাপতি মুরাদ হোসেন, এনসিপি'র যুগ্ম-সমন্বয়ক আহসানুল হক স্বাধীন এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্র বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস সরকার।

আলোচনাসভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, ধর্ম রক্ষা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পরে ভক্তিমূলক গান পরিবেশন করা হয় এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমীকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।