আগস্ট ১৬, ২০২৫, ০৭:৫৬ পিএম
মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে এবং তাদের নামাজে আগ্রহী করে তুলতে শরীয়তপুরের ডামুড্যায় এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৩০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ডামুড্যা পৌরসভার ৮নং ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম এবং মসজিদ কমিটির সদস্যরা বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় এলাকার ৩১ জন শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্যে ৬ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়। ২০০ ওয়াক্ত নামাজ আদায় করায় এই ছয়জনকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়। এছাড়া, ১৮০ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জনকে পাঞ্জাবি-পায়জামা এবং বাকি ১৯ জনকে শিক্ষা সামগ্রীর গিফট বক্স দেওয়া হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, চলতি বছরের জুন মাসে এই প্রতিযোগিতা শুরু হয়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মোবাইল ফোনের কুফল থেকে বাঁচিয়ে মসজিদমুখী করা।”
স্থানীয় সমাজসেবক বায়েজিদ সিকদার বলেন, “এমন প্রতিযোগিতা আমি বিদেশে দেখেছি। দেশে ফিরে মসজিদ কমিটির সঙ্গে আলাপ করে এর আয়োজন করি।” মসজিদের ইমাম হাফেজ নোমান সিদ্দিকী বলেন, “পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। তবে আমরা শিশু-কিশোরদের শৈশব থেকেই নামাজের প্রতি আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি।”
বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মহিউদ্দিন বলেন, “৪০ দিন জামাতে নামাজ আদায় করে এখন অভ্যস্ত হয়েছি। শুধু পুরস্কারের আশায় নয়; মুসলমান হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।”