সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

যে সুরায় ৪ অবাধ্য সম্প্রদায়ের করুণ পরিণতি বর্ণিত হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৫:৩৭ পিএম

যে সুরায় ৪ অবাধ্য সম্প্রদায়ের করুণ পরিণতি বর্ণিত হয়েছে

ছবি- সংগৃহীত

পবিত্র কোরআনে এমন অনেক আয়াত ও সুরা রয়েছে, যেখানে আল্লাহ তায়ালা পূর্ববর্তী নবী ও তাদের অবাধ্য সম্প্রদায়ের করুণ পরিণতির কথা তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো সুরা আল-কামার। এই সুরায় চারটি সম্প্রদায়ের করুণ পরিণতির বর্ণনা করা হয়েছে, যারা তাদের সময়ের নবীর কথা শোনেনি এবং আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেনি। অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তায়ালা তাদের ধ্বংস করে দেন। এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানবজাতির জন্য এক বড় শিক্ষা।

সুরা আল-কামারে বর্ণিত চারটি সম্প্রদায়:

১. নূহ (আ.)-এর সম্প্রদায়: হজরত নূহ (আ.) প্রায় এক হাজার বছর ধরে তার সম্প্রদায়কে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন। কিন্তু তারা তার কথায় সাড়া দেয়নি, বরং তার ওপর নির্যাতন করেছে। তাদের ঔদ্ধত্য বেড়ে যাওয়ায় আল্লাহ তায়ালা ঈমানদার ছাড়া বাকি সবাইকে এক মহাপ্লাবনের মাধ্যমে সমূলে ধ্বংস করে দেন।

২. আদ সম্প্রদায়: আদ সম্প্রদায় ছিল সুঠামদেহী ও শক্তিশালী। আল্লাহ তায়ালা তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে হজরত হূদ (আ.)-কে নবী হিসেবে প্রেরণ করেন। কিন্তু তারা নিজেদের পাপাচারে লিপ্ত থাকায় আল্লাহ তায়ালা হূদ (আ.) ও মুমিনদের ছাড়া বাকিদের শাস্তির মাধ্যমে ধ্বংস করে দেন।

৩. সামুদ সম্প্রদায়: হজরত সালেহ (আ.)-এর সম্প্রদায় সামুদ আল্লাহর পথে আহ্বানকে প্রত্যাখ্যান করে মুজিজা দাবি করে। নবী সালেহ (আ.)-এর দোয়ায় পাথর থেকে একটি উট বের হলেও তারা আল্লাহর ওপর ঈমান আনেনি। উল্টো সেই মুজিজা ধ্বংসের চেষ্টা করায় আল্লাহ তাদের সমূলে ধ্বংস করে দেন।

৪. লুত (আ.)-এর সম্প্রদায়: লুত (আ.)-এর সম্প্রদায় সমকামিতায় লিপ্ত ছিল, যা মানব ইতিহাসে ছিল জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী লুত (আ.) তাদের এই পাপ থেকে বিরত থাকতে বললেও তারা বিরত হয়নি। ফলে আল্লাহ তায়ালা তাদের ধ্বংস করে দেন।

সুরা আল-কামারে এই চারটি সম্প্রদায়ের পাশাপাশি ফেরাউন সম্প্রদায়েরও আলোচনা রয়েছে।