ফুলছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকালে কালিরবাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে। এ সময় ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।