আগস্ট ৩১, ২০২৫, ০৬:২৪ পিএম
এশিয়া কাপ ২০২৫-এর জন্য বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই আসরে লিটন দাসের নেতৃত্বে গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এশিয়ান ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিভিন্ন দামের টিকিট।
১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ১১.৩৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৭৯ টাকা। এই ম্যাচের সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম প্রায় ২৭৫৭ টাকা এবং ভিআইপি স্যুটে বসে খেলা দেখতে খরচ পড়বে ৬২ হাজার ৩৭ টাকা।
১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি। এই দুই ম্যাচের নর্থস্ট্যান্ডের সর্বনিম্ন টিকিট মূল্য প্রায় ২ হাজার ৬৮ টাকা। সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট কিনতে খরচ করতে হবে প্রায় ৩ হাজার ৪৪৭ টাকা। এই ম্যাচগুলোর জন্য সর্বোচ্চ দামের ভিআইপি স্যুট টিকিটের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ হাজার ৯৩০ টাকা, যেখানে একসঙ্গে চারজন খেলা দেখতে পারবেন।
এবারের এশিয়া কাপের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, এবং বাকি ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।