আগস্ট ৩১, ২০২৫, ০৫:৪৪ পিএম
বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবং তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবার কানাডার নতুন টি-টেন টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটি লিগে খেলবেন। এই লিগের প্রথম আসরে তাকে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে। আগামী ৮ অক্টোবর থেকে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটা দূরে থাকলেও সাকিব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন এবং সেখান থেকে সরাসরি কানাডার এই নতুন আসরে যোগ দেবেন। মন্ট্রিয়েল টাইগার্স দলে সাকিবের সতীর্থ হিসেবে খেলবেন জশ ব্রাউন, টম মুরস, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাই এবং জুনায়েদ সিদ্দিকীর মতো পরিচিত ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেবে। সাকিব ছাড়াও আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের মধ্যে কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা এবং রহমানুল্লাহ গুরবাজের মতো তারকারাও অংশ নেবেন, যা টুর্নামেন্টটির আকর্ষণ অনেক বাড়াবে।