সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:১৮ পিএম
পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নেওয়াজকে বর্তমানে বিশ্বের সেরা স্পিনার হিসেবে দাবি করেছেন। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেওয়ার পর নেওয়াজ দারুণ ফর্মে আছেন। গত ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনি মোট ২০টি উইকেট নিয়েছেন।
এশিয়া কাপে ওমানের বিপক্ষে ম্যাচের আগের দিন দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে হেসন বলেন, "আমাদের কাছে মোহাম্মদ নেওয়াজ আছে, যে বর্তমানে বিশ্বের সেরা স্পিন বোলার। ছয় মাস আগে দলে ফেরার পর থেকেই সে এই জায়গায় আছে।"
তবে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে নেওয়াজ আছেন ৩০ নম্বরে। পাকিস্তানি স্পিনারদের মধ্যে সুফিয়ান মুকিম ১৫তম অবস্থানে থেকে সেরা অবস্থানে রয়েছেন।
এশিয়া কাপের আগে পাকিস্তান ভালো প্রস্তুতি নিয়েছে। শারজায় আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে তারা ১২ দিনে পাঁচটি ম্যাচ খেলেছে। হেসন বলেন, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে শারজার তুলনায় ঘাস বেশি এবং এখানে তেমন টার্ন হবে না।
এশিয়া কাপে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে না দেখে প্রশ্ন উঠলে হেসন বলেন, খেলোয়াড়দের মূল্যায়নে সৎ থাকা জরুরি। তিনি বলেন, "আমি কারও দুর্বলতা নিয়ে কিছু বলিনি। আধুনিক ক্রিকেটে যে ধরনের স্ট্রাইক রেট প্রয়োজন, সেটার কথাই বলেছি। খেলোয়াড়েরা কোচদের কাছ থেকে সততাই আশা করে, আর সেটিই আমার দায়িত্ব।"