আগস্ট ৩১, ২০২৫, ০৯:৪৭ এএম
এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই দাপুটে পারফরম্যান্সের পর প্রতিপক্ষ দলের কোচ রায়ান কুক বাংলাদেশের খেলোয়াড়দের, বিশেষ করে অধিনায়ক লিটন দাসের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, নেদারল্যান্ডসের খেলোয়াড়দের বাংলাদেশ ও লিটনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ডাচদের ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১৩.৫ ওভারেই জয় তুলে নেয়। এই জয়ে বড় অবদান ছিল অধিনায়ক লিটন দাসের ব্যাটের। নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক বলেন, “আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত। শুধু তাই নয়, আমি মনে করি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিং–ও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।”
রায়ানের মতে, টস হারা ম্যাচ হারের একমাত্র কারণ নয়। তিনি বলেন, “আমি মনে করি টস একটি ফ্যাক্টর, কিন্তু এমন নয় যে টস জেতা দলই ম্যাচ জিতবে। আমার মনে হয়, প্রথমে ব্যাট করেও জেতার উপায় আছে, তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে।”
অন্যদিকে, নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ারডস বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “অবশ্যই (সিরিজে আমাদের) আদর্শ শুরু হয়নি। আমি মনে করি ম্যাক্স ও’ডাউড শুরুতে ভালো ব্যাট করেছে। তবে মাঝখানে আমরা কিছুটা গতি হারিয়ে ফেলি। কিন্তু হ্যাঁ, কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলার আর ব্যাটারদের–তিন বিভাগেই ওরা আমাদের পরাস্ত করেছে।”
এডওয়ারডস আরও বলেন, “যখনই আমরা কোনো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি, ওরা উইকেট নিয়েছে। তাই আমরা আসলে কখনোই পুরোপুরি ছন্দে উঠতে পারিনি। আর ১৩০ রান কখনোই এখানে যথেষ্ট ছিল না।”