রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০২:১৩ পিএম

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার-ছক্কার ফুলঝুরি এবং রেকর্ড গড়ার প্রতিযোগিতা। খেলোয়াড়রা এই ফরম্যাটে নিজেদের সেরাটা দিয়ে থাকেন, যার ফলস্বরূপ প্রায়শই নতুন নতুন রেকর্ড তৈরি হয়। সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে একজন ক্রিকেটারের একটি দুর্দান্ত পারফরম্যান্স শুধু রেকর্ডই ভাঙেনি, বরং একটি মজার তথ্য সামনে এনেছে। প্রতিপক্ষের খেলোয়াড়ের ব্যাট ব্যবহার করে এমন একটি ঐতিহাসিক ইনিংস খেলা ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন টিম ডেভিড। শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৭ বলে শতক হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি। বিস্ময়কর ব্যাপার হলো, এই বিধ্বংসী ইনিংসটি তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজেরই খেলোয়াড় আন্দ্রে রাসেলের ধার নেওয়া ব্যাট দিয়ে।


ডেভিডের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৫ রানের বিশাল লক্ষ্য ২৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই ইনিংসের পথে ডেভিড আরও একটি রেকর্ড গড়েন; মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দেন মারকাস স্টয়নিস ও ট্র্যাভিস হেডের ১৭ বলের আগের রেকর্ড।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল জশ ইংলিসের, যিনি গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে শতক করেছিলেন। টিম ডেভিডের এই শতক সেই রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে।

ম্যাচ শেষে ডেভিড নিজেই জানান যে তিনি আন্দ্রে রাসেলের ব্যাট দিয়ে খেলেছেন। তিনি বলেন, “আমি প্রায় এক বছর ধরে রাসেলের ব্যাটটি সঙ্গে করে নিয়ে ঘুরছি। আজ মনে হলো এটিই সঠিক সময় তা ব্যবহার করার। অনেক সময় ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি, এখন শট নির্বাচনের দিকেও মনোযোগ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে খেলা দারুণ উপভোগ করছিলাম। কিছুদিন বিশ্রাম নিতে পেরেছিলাম, নিজের শরীরটাও ঠিকঠাক করে নিয়েছিলাম। ভাবিনি শতকের সুযোগ পাবো, তাই খুব খুশি লাগছে। উইকেটটা ভালো ছিল, সঙ্গে ছোট বাউন্ডারি। তাই নিজের শক্তির দিকগুলোতেই ভরসা রেখেছিলাম।”

ওয়ার্নার পার্কে খেলার অভিজ্ঞতা ডেভিডের আগেই ছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সেই অভিজ্ঞতা তার কাজে দিয়েছে। ডেভিড বলেন, “ওয়ার্নার পার্কে ব্যাটিং করতে ভালো লাগে। এখানে আগেও খেলেছি সিপিএলে, তাই কন্ডিশনটা চেনা ছিল।”

ক্যারিবীয় লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ডেভিড, আর ব্যাটটাও ছিল ক্যারিবিয়ান এক খেলোয়াড়ের। এ যেন ‘দুধ-কলা দিয়ে কাল সাপ’ই পুষেছিল ওয়েস্ট ইন্ডিজ!