আগস্ট ২৩, ২০২৫, ০১:০৩ পিএম
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির দল আর্জেন্টিনা অবশেষে ভারতে আসছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, চলতি বছরের নভেম্বরে তারা ভারতের কেরালায় একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শনিবার বাংলাদেশ সময় ভোরে এই ঘোষণা দেওয়া হয়।
এএফএ'র বিবৃতি অনুযায়ী, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা ২০২৫ সালের বাকি সময়ে আরও দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, যার একটি ম্যাচ অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং অন্যটি ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করা হয়নি।
এর আগে গত মে মাসে আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের এই সফরের পাশাপাশি, লিওনেল মেসি ব্যক্তিগতভাবেও ডিসেম্বরে তিন দিনের জন্য ভারত সফরে যাবেন। এই সফরকে 'গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া' নাম দেওয়া হয়েছে। এই সফরে মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন। কলকাতায় তিনি 'গড কনসার্ট' এবং 'গড কাপ' অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আর্জেন্টিনা এর আগে ২০১১ সালে সর্বশেষ ভারত সফর করেছিল। সেবার তারা কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।