মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

প্রথম ম্যাচে কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৪:৫২ পিএম

প্রথম ম্যাচে কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ

ছবি - সংগৃহীত

আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজকে 'প্রস্তুতির সিরিজ' বলা চলে। বাংলাদেশ এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে, আর ডাচরা এটিকে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। যেহেতু এটি প্রস্তুতির সিরিজ, তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ দলে অনেক পরীক্ষানিরীক্ষা হবে। প্রথম ম্যাচ থেকেই কি সেই পথে হাঁটবে টাইগাররা? পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নেওয়া সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানরা কি সুযোগ পাবেন? এ নিয়ে কৌতূহলের শেষ নেই।

তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স এবং তার আগে অধিনায়ক লিটন দাস যেভাবে জয়কেই মুখ্য উদ্দেশ্য হিসেবে দেখেছেন, তাতে পরীক্ষানিরীক্ষার আভাস খুব বেশি পাওয়া যাচ্ছে না। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট, এবং শামীম পাটোয়ারীও সুস্থ। ফলে ব্যাটিং লাইন আপ আগের মতোই থাকছে।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দেখা যেতে পারে। তৃতীয় সিমার হিসেবে সাইফউদ্দীনকে নেওয়া হতে পারে। রিশাদ হোসেনের সঙ্গে অফ স্পিনার শেখ মাহেদীরও একাদশে জায়গা হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান