সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৩৪ এএম
অনেক দিন ধরে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই দুঃসময়কে যেন পেছনে ফেলে দিয়েছেন তিনি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ২০ বলে বিস্ফোরক ফিফটি করেছেন এই অলরাউন্ডার। তার এই ঝোড়ো ইনিংসের সুবাদে তার দল ২০ ওভারে ২০৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
ইনিংসের সপ্তম ওভারে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব শুরু থেকেই আগ্রাসী ছিলেন। একের পর এক বড় শটে তিনি মাত্র ২০ বলেই তার সিপিএল ক্যারিয়ারের তৃতীয় এবং চলতি আসরের প্রথম ফিফটি পূর্ণ করেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম দ্রুততম ফিফটি। ডেভিড ভিসারের এক ওভারে ৩টি চার ও ২টি ছক্কা মেরে ২৪ রান তুলে দলের রানের গতি বাড়িয়ে দেন তিনি। ফিফটির পরেও তিনি দমে যাননি, ২৬ বলে ৬১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। যদিও তার দল শেষ পর্যন্ত সেন্ট লুসিয়া কিংসের কাছে ৬ উইকেটে হেরে যায়, তবুও সাকিবের এই ব্যাটিং পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ।
সাকিবের পাশাপাশি আমির জাঙ্গুও ৪৩ বলে ৫৬ রান করে দলের স্কোর বড় করতে সাহায্য করেন। এছাড়াও ফাবিয়ান অ্যালেন শেষ দিকে ১৭ বলে ৩৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। সেন্ট লুসিয়া কিংসের বোলারদের মধ্যে তাবরেইজ শামসি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কিছুটা সাফল্য পান।