মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইয়ামালের সঙ্গে এবার আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০১:০৪ পিএম

ইয়ামালের সঙ্গে এবার আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন

ছবি- সংগৃহীত

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল অল্প বয়সেই ফুটবল বিশ্বে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে মাঠের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি, ১৮ বছর পূর্ণ হওয়ার পর তার সঙ্গে এক মডেলের সম্পর্কের গুঞ্জন থামতে না থামতেই নতুন করে এক আর্জেন্টাইন র‍্যাপারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছে। এই বিষয়টি এখন স্প্যানিশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে, তিনি আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

এর আগে ইয়ামালের সঙ্গে মডেল ফাতি ভাসকেজের প্রেমের গুঞ্জন উঠেছিল, যা দুজনেই অস্বীকার করেছিলেন। তবে ইয়ামালের ১৮তম জন্মদিনের পর থেকেই নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসে। স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই গুঞ্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাভি হোয়োসের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘লামিনে ইয়ামাল ও নিকি নিকোলের মাঝে কিছু একটা চলছে!’ তিনি জানান, ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠানে নিকি নিকোলকে দেখা গিয়েছিল। এরপর তাদের দুজনকে একসঙ্গে একটি বিচ ক্লাবে রাত্রিযাপন করতেও দেখা গেছে।

জাভি হোয়োস তার পোস্টে আরও দাবি করেন, গত ২৪শে জুলাই তাদের দুজনকে আবারও বিচ ক্লাবে দেখা গিয়েছিল এবং তারা সেখানে চুমুও খেয়েছেন। সেই রাতে তারা দুজনে ভোর ৪টার দিকে একসঙ্গে বিচ ক্লাব ত্যাগ করেন। এই দৃশ্যমান ঘটনার বাইরেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে তিনি নিশ্চিত করছেন।

বরাবরের মতো এই বিষয়ে এখনো পর্যন্ত লামিনে ইয়ামালের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তার এই নীরবতা গুঞ্জনকে আরও জোরালো করেছে।