রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মারাত্মক দুর্ঘটনায় কবলে রেসার অভিক আনোয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৩:৪৪ পিএম

মারাত্মক দুর্ঘটনায় কবলে রেসার অভিক আনোয়ার

ছবি- সংগৃহীত

রেসিং একটি রোমাঞ্চকর এবং একই সঙ্গে বিপজ্জনক খেলা। এই খেলায় সামান্য ভুল বা যান্ত্রিক ত্রুটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। আন্তর্জাতিক রেসিংয়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি অভিক আনোয়ার, যিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, তিনি সম্প্রতি একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন। এই খবর তার ভক্ত ও দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বাংলাদেশের রেসিংয়ের দুনিয়ায় পরিচিত মুখ অভিক আনোয়ার মালয়েশিয়ায় একটি রেসিং প্রতিযোগিতায় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন। আজ শনিবার তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

 

অভিকের ফেসবুক পেজের অ্যাডমিন এক পোস্টে বলেন, “সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।” দুর্ঘটনায় তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পোস্টের সঙ্গে তার বিধ্বস্ত গাড়ির একটি ছবিও দেওয়া হয়েছে।

এর আগে আজ সকালে অভিক তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, “গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!”

 

উল্লেখ্য, অভিক আনোয়ার বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশি হিসেবে কয়েক বছর আগেই পরিচিতি পান। বাংলাদেশে রেসিং এখনো জনপ্রিয় হয়ে না উঠলেও তিনি দমে যাননি। কানাডায় পড়ার সময় থেকেই নিজেকে এই খেলার জন্য তৈরি করেছেন। এরপর অনেক বাধা পার হয়ে আন্তর্জাতিক রেসিংয়ে তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা।

 

বর্তমানে তিনি মালয়েশিয়ার সেপাং সার্কিটে একটি আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দুর্ঘটনার পর তিনি এখন চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।