মোঃ মোমিনুল ইসলাম
জুলাই ২৪, ২০২৫, ১১:২৯ পিএম
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারের সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। আজ (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে মিস্টার এ কে এম আজাদ নিজেই এ তথ্য জানান।
সম্প্রতি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিতর্কের মুখে পড়েন মিস্টার এ কে এম আজাদ। এ নিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেও, পরিচালনা পর্ষদ তা অনুমোদন করেনি। সংবাদ সম্মেলনে মিস্টার এ কে এম আজাদ বলেন, “আমি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকব না। বাকী জীবন মানবসেবা ও কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় তিনি বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যদের নামে করা সমালোচনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। মিস্টার এ কে এম আজাদ আরও বলেন, “আমার ভুলের জন্য আমি দুঃখিত। আমি চাই দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন যেন নিরপেক্ষভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারে।”
প্রসঙ্গত, দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মিস্টার এ কে এম আজাদের পদত্যাগ নিয়ে সাম্প্রতিক বিতর্কে প্রতিষ্ঠানটির সুনাম ও কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিষয়টি আপাতত সমাধান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন: