রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যান্ত্রিক ত্রুটির কারণে ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম ফিরল বিমান বাংলাদেশ ফ্লাইট

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ১০:৫০ এএম

যান্ত্রিক ত্রুটির কারণে ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম ফিরল বিমান বাংলাদেশ ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি ফের নিরাপদে চট্টগ্রামে ফিরে এসেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) সকালে এই ঘটনা ঘটে, তবে বিমানের ২৮৭ জন যাত্রীই নিরাপদে রয়েছেন।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে পৌঁছেছিল। ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়। এই অবস্থায় পাইলটরা ঝুঁকি না নিয়ে গতিপথ পরিবর্তন করে পুনরায় চট্টগ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।





 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে এটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে আছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা ত্রুটিযুক্ত বিমানটির মেরামতের কাজ শুরু করেছেন। যাত্রীদের সুবিধার্থে পরবর্তী বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এমন যান্ত্রিক ত্রুটির ঘটনা বিমানের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে, তবে পাইলটদের সময়োপযোগী সিদ্ধান্ত এবং বিমানবন্দরের কার্যকর পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।