সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

সাজেকে পাহাড়ধসে আটকা ৪২৫ পর্যটক, সারাদেশে উদ্বেগ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০১:০৮ পিএম

সাজেকে পাহাড়ধসে আটকা ৪২৫ পর্যটক, সারাদেশে উদ্বেগ

AI Generate

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম ও চম্পাতলী এলাকায় পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেক ভ্যালিতে বেড়াতে যাওয়া অন্তত ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে টানা ভারি বর্ষণের ফলে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, “পাহাড়ধসের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে অবস্থানরত ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেছে।”

সাজেক-বাঘাইহাট সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করে

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে সড়কটি বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় মাটি সরানোর কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও সড়কে চলাচলকারী যানবাহন চালকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ইউএনও। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে।

সারাদেশে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় পর্যাপ্ত সতর্কতা ও প্রস্তুতি জরুরি।