বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ধর্ষণের অভিযোগে কিশোরকে পুলিশ দিল স্থানীয়রা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০১:৪৯ পিএম

ধর্ষণের অভিযোগে কিশোরকে পুলিশ দিল স্থানীয়রা

ছবি- সংগৃহীত

শিশু ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ, যা সমাজ ও পরিবারে গভীর ক্ষতের সৃষ্টি করে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশুদের প্রতি এমন নৃশংসতার খবর উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভ ও হতাশা দেখা যায়। ঢাকার ধামরাইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে দেওয়ার ঘটনাটি এই ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

ঢাকার ধামরাইয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার কুল্লা ইউনিয়ন উলাইল চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, খেলার কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

অভিযুক্ত ওই কিশোরের বাড়ি উলাইল চকপাড়া গ্রামেই।

প্রতিবেশীরা জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত ইসরাফিলের প্রতিবেশী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে খেলার কথা বলে ওই শিশুকে ডেকে নেয় ইসরাফিল। পরে নিজেদের বাড়ির উঠানে থাকা রান্নাঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ইসরাফিলকে হাতেনাতে ধরে ফেলে। এরপর স্থানীয়রা দ্রুত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে দেয়।

ধামরাই থানার এসআই মাহবুব এ বিষয়ে বলেন, “ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অপরাধীকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। একইসঙ্গে, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের গুরুত্ব আবারও প্রমাণিত হলো।