বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উত্তরা বিমান দুর্ঘটনায় পড়শীর শোক, নিহতদের জান্নাত কামনায় তারকারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৫, ১১:৪২ এএম

উত্তরা বিমান দুর্ঘটনায় পড়শীর শোক, নিহতদের জান্নাত কামনায় তারকারা

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে একটি আবেগঘন পোস্ট দেন, যা নেটিজেনদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।

পড়শী তার পোস্টে লিখেছেন, "মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এ শোক সহ্য করার শক্তি দেন।" তার এই পোস্টে অসংখ্য নেটিজেন কমেন্ট বক্সে একাত্মতা প্রকাশ করে নিহতদের জন্য দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, "আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।" একজন নেটিজেন বেদনাবিধুর মন্তব্য করেছেন, "কালকে থেকে আর হোমওয়ার্ক নেই তাদের এবং আরও অনেকের। আল্লাহ তুমি তাদের পরিবারের ধৈর্য দাও।"

আমাদের অনুসন্ধানে জানা গেছে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয়েছিল, সেখানে অসংখ্য স্কুলশিক্ষার্থী ছিল এবং তাদের বেশিরভাগই হতাহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া, এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।

এই মর্মান্তিক ঘটনায় সারাদেশ জুড়ে শোকের মাতম চলছে। কেবল সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন। এই দুর্ঘটনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং একই সাথে জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে।

এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে জীবনের অনিশ্চয়তা। এমন একটি অপ্রত্যাশিত ঘটনায় এতগুলো সম্ভাবনাময় জীবনের আকস্মিক পরিসমাপ্তি সত্যিই হৃদয়বিদারক। পড়শীর মতো শিল্পীদের এই সহানুভূতিশীল বার্তা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে। দেশবাসী এখন আহতদের দ্রুত আরোগ্য এবং এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।