আগস্ট ২৩, ২০২৫, ০৫:২৩ পিএম
নাটোরের সেই আলোচিত গরু বিক্রেতা রইস উদ্দিন ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন। তিনি তার ওমরাহ পালনের পেছনে আর্থিক সহায়তা দানকারী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কৃতজ্ঞতা জানাতে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। গত মঙ্গলবার (১৯ আগস্ট) অপু বিশ্বাস রইস উদ্দিনের বাড়িতে গেলে তিনি সৌদি আরব থেকে আনা বিশেষ কিছু উপহার তার হাতে তুলে দেন।
রইস উদ্দিন অপু বিশ্বাসকে সৌদি আরবের খেজুর, জমজমের পানি, একটি জায়নামাজ এবং একটি তজবি উপহার দিয়েছেন। উপহারগুলো হাতে দিয়ে তিনি বলেন, "আমি আমার মেয়ের জন্য উপহার এনেছি।" উত্তরে অপু বিশ্বাস বলেন, তিনি রইস উদ্দিনকে 'বাবা' ডেকেছেন, তাই এই উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু নেই। তিনি এটিকে নিজের জন্য একটি দোয়া হিসেবে গণ্য করছেন।
গত কোরবানির ঈদে রইস উদ্দিন আলোচনায় আসেন। তিনি উত্তরার দিয়াবাড়ির কোরবানির হাটে গরু বিক্রি করে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোটের প্রতারণার শিকার হয়েছিলেন। তার কান্নাভেজা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অপু বিশ্বাস তার পাশে দাঁড়ান এবং নিজ খরচে তাকে ওমরাহ পালনে সৌদি আরব পাঠান।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি মানবিক সংস্থা রইস উদ্দিনকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছিল, এবং তাদের উদ্যোগেই অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই রইস উদ্দিন ওমরাহ পালনে যান।