বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

চলতি বছরে ২৯ হাজার ছাড়াল রোগী, মৃত্যু ১১৮

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৫:১৯ পিএম

চলতি বছরে ২৯ হাজার ছাড়াল রোগী, মৃত্যু ১১৮

ছবি- সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৯ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ১১৮ জনেই স্থির আছে। আজ বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এ খবর জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১১৮ জনের মধ্যে ৫৯.৮ শতাংশ পুরুষ এবং ৪০.২ শতাংশ নারী। আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৪০০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২০ জন।