রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ইরানে আইআরজিসি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০২:৪৬ পিএম

ইরানে আইআরজিসি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

ছবি- সংগৃহীত

ইরান, বিশেষত এর সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলো প্রায়শই নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী দলগুলো এসব অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করে থাকে। দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি), এসব হামলার লক্ষ্যবস্তু হয়। সম্প্রতি ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে আইআরজিসির একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত এলাকার আগলান গ্রাম সংলগ্ন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

 

পশ্চিম আজারবাইজানভিত্তিক আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান কর্নেল শাকের জানিয়েছেন, সন্ত্রাসী একটি গোষ্ঠী সামরিক ঘাঁটিটিতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এক জন বাসিজ সদস্য নিহত হন এবং আরেকজন আহত হন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো জানা যায়নি। হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কর্নেল শাকের জানান, সামরিক ঘাঁটিটিকে লক্ষ্য করে সরাসরি এই হামলা চালানো হয়।

 

বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, সারদাশত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে মাঝে মধ্যেই বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়া যায়। এই হামলা সেই অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জের একটি নতুন উদাহরণ।