জুলাই ২৫, ২০২৫, ১২:১৩ পিএম
ভারতে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, অনেক সরকারি স্কুলের অবকাঠামোগত বেহাল দশা একটি পুরনো সমস্যা। পুরাতন এবং দুর্বল ভবনে পাঠদান চলার কারণে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এমন এক আশঙ্কাকে সত্যি করে ভারতের রাজস্থান রাজ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ক্লাস চলাকালীন একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়ে কেড়ে নিল কয়েকটি নিষ্পাপ প্রাণ। এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে।
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার পিপলোদির একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) ক্লাস চলাকালীন এই ছাদ ধসে অন্তত ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শুক্রবার ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। সে সময় ক্লাসে পাঠদান চলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ক্লাসের ভেতরে প্রায় ৬০ জন শিশু ছিল। এর মধ্যে প্রায় ২৫ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন এবং পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ঝালাওয়ারের পুলিশ কর্মকর্তা অমিত কুমার এই ঘটনায় ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দশজনকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ারে রেফার করা হয়েছে। তাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের জন্য স্থানীয়দের পাশাপাশি উদ্ধারকারী দলও নিরলস কাজ করে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও অনেক শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে।