জুলাই ২৫, ২০২৫, ০৬:২৫ পিএম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক নারীসহ পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহল দল তাদের আটক করে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে জেলার বড়লেখা উপজেলার লাতু বিওপির সীমান্তবর্তী কুমারশাইল পাহাড়ি এলাকায় বিজিবির একটি টহল দল নারীসহ এই পাঁচজনকে ঘোরাঘুরি করতে দেখে। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তাদের মধ্যে দুজন সাত দিন আগে এবং বাকি তিনজন তিন থেকে পাঁচ দিন আগে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আজ শুক্রবার বলেন, "আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এই ঘটনা আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশ এবং ফেরত পাঠানোর বিষয়টি সামনে নিয়ে এলো।
আপনার মতামত লিখুন: