বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: এরদোগান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০১:২২ পিএম

ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: এরদোগান

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের ইসরায়েলের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, তুরস্ক সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে। শনিবার (৯ আগস্ট) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলা এবং এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার সময় এরদোয়ান পুনর্ব্যক্ত করেন, ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন অবিচল থাকবে।

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোয়ান মন্তব্য করেন, "এসব বক্তব্য অত্যন্ত মূল্যবান।" তিনি আরও উল্লেখ করেন যে, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা ক্রমশ বাড়ছে। এরদোয়ান দৃঢ়ভাবে জানান, তুরস্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। এই পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা আরও জানায়, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।