আগস্ট ২০, ২০২৫, ০৯:৫৭ এএম
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটির যাত্রীরা সবাই আফগান নাগরিক, যারা ইরান থেকে নিজ দেশে ফিরছিলেন।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই বহু যাত্রী মারা যান। নিহত ৭১ জনের মধ্যে ট্রাক ও মোটরসাইকেলের চালকসহ চারজন এবং বাকি ৬৭ জনই বাসের যাত্রী ছিলেন। ইউসুফ সাইদি আরও জানান, বাসের মাত্র তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
উল্লেখ্য, গত শতকের আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের সময় হাজার হাজার আফগান ইরানে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। সম্প্রতি ইরানের সরকার এই শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলে বিপুল সংখ্যক আফগান নাগরিক দেশে ফিরতে শুরু করেন। মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও সেইসব শরণার্থীরই অংশ ছিলেন।
আফগানিস্তানে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত ডিসেম্বরেও একটি জ্বালানি ট্যাংকার ও বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।