বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, ২৭ মুসল্লি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:০১ এএম

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, ২৭ মুসল্লি নিহত

ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজর নামাজের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একজন গ্রামপ্রধান এবং একজন হাসপাতালের কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ওই মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়তে একত্রিত হয়েছিলেন, ঠিক তখনই বন্দুকধারীরা ভেতরে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ভয়ে মানুষ দিগ্বিদিক ছুটে পালানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই বহু মুসল্লি প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলা নতুন নয়। বিশ্লেষকরা মনে করছেন, পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিনের সংঘাত এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণেই এই ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রেই জমি ও পানির অধিকার নিয়ে বিরোধের জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, এই ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করতে উঙ্গুওয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকার এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে নাইজেরিয়ার সরকারকে বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছিল। সংস্থাটির মতে, ওই অঞ্চলে সন্ত্রাসীরা বেশ সক্রিয়। নাইজেরিয়ায় এই ধরনের হামলা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।